কাপাসিয়ায় মাদক দ্রব্যের অব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
গাজীপুরের কাপাসিয়ায় মাদক দ্রব্যের অব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে।
গত ২৬ জুন রবিবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের হল রোমে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়েছে।
কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: মো: রাশেদুজ্জামান মিয়া, কৃষি অফিসার সুমন কুমার বসাক, কাপাসিয়া থানার সাব ইন্সপেক্টর আবদুল আলিম, শিক্ষা অফিসার আনসার উদ্দিন, ,শিক্ষক নেতা আশরাফুল আলম খান, সাংবাদিক নূরুল আমীন সিকদার প্রমুখ।
বক্তরা মাদক দ্রব্যের অব্যবহার ও অবৈধ ভাবে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের মাদক থেকে দূরে থাকার আহবান জানান।