ঝালকাঠিতে দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের দুইশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরণ করা হয়েছে।বুধবার সকালে সদর উপজেলার বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয় ও চামটা বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরণ করা হয়। এসময় কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষন প্রদান করা হয়। বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফকরুল আলমের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ওসি অপারেসন আব্দুল মালেক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিথুন মিস্ত্রি।সভায় বাল্য বিবাহর কুফল সম্পর্কে আলোচনা করা হয়। বাল্য বিবাহের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করার আহবান জানানো হয়।