ঝালকাঠিতে যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ এর জন্মদিন পালিত
ঝালকাঠিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জেলা যুবলীগের আয়োজনে ঝালকাঠি সরকারি কলেজ জামে মসজিদে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, যুবলীগনেতা আলী আসগড় আকাশ, মো. জসিম হাওলাদার, মো. রুহুল হাওলাদার, মোঃফয়সাল মাহমুদ,মোঃ ইদ্রিস শরিফ,মোঃ আতাউর জায়েদ, মোঃসরোয়ার হোসেন, মোঃ সালাউদ্দিন,মোঃশহিদুল ইসলাম,মোঃরাকিব তালুকদার,মোঃরুবেল শরিফ, মোঃহাফিজুল ইসলাম।
ঝালকাঠি সরকারি কলেজের জামে মসজিদে ইমাম হাফেজ মাওলানা মো. নুর উদ্দিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক, পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির বলেন,‘ ঝালকাঠি জেলা যুবলীগ কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী সফল ভাবে বাস্তবায়ন করে আসছে।করোনার উর্দ্ধগতি পরিলক্ষিত হওয়ায় আজ আমাদের যুবলীগের চেয়ারম্যানের শেখ ফজলে শামস পরশ ভাই এর জন্মদিন সংক্ষিপ্ত পরিসরে দোয়া ও মিলাদের মাধ্যমে পালন করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের অভিভাবক জননেতা আমির হোসেন আমু এমপি, যুবলীগের চেয়ারম্যানের শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাই এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।