যশোরের মণিরামপুর উপজেলায় হাঁস-মুরগী ও গবাদি প্রানীর সংক্রামক রোগ প্রতিরোধে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শীত মৌসুমের আগেই পুরোদমে চলছে প্রাণী ও হাঁস-মুরগীর ভ্যাক্সিনেশন কার্যক্রম। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনা হাসপাতালের আয়োজনে গত (৩০ আগস্ট) থেকে প্রতিদিনই ইউনিয়ন এবং গ্রামভিত্তিক এই ভ্যাক্সিনেশন কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের শতাধিক প্রানী ও হাঁস মুরগীকে ক্ষুরা, এনথ্রাক্স ও রাণীক্ষেত রোগের টিকা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সোহাগ হোসেন, ডাঃ মোঃ সাময়ান শুভ, উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ সাইফুজ্জামানসহ মাঠকর্মীবৃন্দ। ক্যাম্পেইনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, প্রতিবছর শীতকালে গবাদী প্রাণী ও হাঁস মুরগীর সংক্রমক রোগের প্রকোপ ব্যাপক হারে বেড়ে যায়। এই সব রোগে প্রানীর মৃত্যু পর্যন্ত হতে পারে, যা প্রাণিসম্পদ খাতের অনেক ক্ষতি করে থাকে। চিকিৎসা প্রদান, কৃত্রিম প্রজনন, উঠান বৈঠক করে জনগণকে পশু- পাখি পালন সম্পর্কে সচেতন করার মত টিকা প্রদান ও একটি অন্যতম গুরুত্বপূর্ন সম্প্রসারন কাজ। সারা বছরই এই ভ্যাক্সিনেশন কার্যক্রম চলমান থাকলে ও এবছর একটু ভিন্ন ধারায় শীতের আগেই এই কার্যক্রম জোরালোভাবে করা হচ্ছে।