রাজশাহীর বাঘায় পৃথকভাবে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) উপজেলা আওয়ামীলীগ, সৈনিকলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষে এ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামীলীগের কার্যলয়ে উপজেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমজাদ হোসেন নবাব।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, নছিম উদ্দীন, সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু প্রমুখ।
অপরদিকে বিকালে উপজেলা সৈনিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টনের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। পরে দোয়া ও মাহফিলের মাধ্যমে অনুষ্টানটির সমাপ্ত করা হয়।