আগামী ২৯ ডিসেম্বর রাজশাহীর বাঘা পৌরসভার নির্বাচন শন্তিপূর্ণ পরিবেশ রক্ষার আহবানে মানববন্ধন করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় ইয়ুথ এম্বাসেডরস গ্রæপ, পিএফজির আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই ¯েøাগানকে সমানে রেখে ঘন্টা ব্যাপি আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন ইয়ুথ এম্বাসেডরস গ্রæপের বাঘা উপজেলা পিএফজির সম্বনয়কারী উত্তম কুমার পাল, এম্বাসেডরস আজিজুল আযম, রানু আক্তারী, সুরুজ্জামান প্রমুখ।
এ নির্বাচনে ৫ জন মেয়র পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী হলেন-শাহিনুর রহমান পিন্টু (নৌকা), আক্কাছ আলী (জগ), সাইফুল ইসলাম (নারিকেল গাছ), কামাল হোসেন (কমম্পিউটার), ইসরাফিল হোসেন (মোবাইল ফোন)।
এছাড়া সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর ১৩ ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
পৌরসভায় মোট ভোটার ৩১ হাজার ৬৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮১২ এবং মহিলা ভোটার ১৫ হাজার ৮৫৭ জন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুজিবুল আলম বলেন, কেউ যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেজন্য নির্বাচনী এলাকায় কঠোর নজরদারি রয়েছে। নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেউ হাঙ্গামা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।