ইংরেজি বছরের শুরু উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রসঙ্গ ’।
গাইবান্ধা জেলার পৌর পার্ক চত্বরে ০১ জানুয়ারি সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে। কর্মসূচির মাধ্যমে মহল্লার প্রায় ২ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।
ক্যাম্পেইনটি পরিচালনা করেন প্রসঙ্গের আহসান আজিম প্রধান, রিফাত চৌধুরী , নিহা খান ও আহসানিয়া তাসনিম স্নিগ্ধা সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ । আয়োজকরা জানান, তাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিলো মানুষকে রক্তদানে উৎসাহিত করা। তারা আরো জানান, পরবর্তীতে তারা আরো বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করবেন।
প্রসঙ্গের পক্ষ থেকে আহসান আজিম প্রধান এবং রিফাত চৌধুরী বলেন, ‘প্রসঙ্গ’ স্বেচ্ছাসেবী সমাজসেবক বন্ধুদের একটি সংগঠন ও প্লাটফর্ম। ‘প্রসঙ্গত ’তে যোগাযোগের মাধ্যমে যে কেউ এই সংগঠনের সদস্য হতে পারবে।
Good Work😊