রাজশাহীর বাঘায় পদ্মার চরে কৃষক জিল্লুর রহমানের বাড়িতে আগুনে পুড়ে চারটি ছাগলের মৃত্যু হয়েছে। একটি গরু আহত হয়েছে। মঙ্গলবার(২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে চকরাজাপুর ইউনিয়নের পদ্মার মধ্যে পলাশিফতেপুর চরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনায় বাড়ির আসবাবপত্রসহ পুড়ে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন জিল্লুর রহমান।
জানা যায়, উপজেলার পদ্মার মধ্যে পলাশিফতেপুর চরের মৃত আবদুস সালামের ছেলে জিল্লুর রহমান মাঠে কৃষিকাজে যান। এ সময় তার স্ত্রী পাশের বাড়িতে যান। তার ছোট ছেলে সোহাগ আগুন পোহাতে গিয়ে বাড়িতে আগুন ধরে যায়। এ সময় আগুন নিয়ন্ত্রণ করতে করতে চারটি ছাগল পুড়ে মৃত্যু হয়। এছাড়া বাড়ির দুটি ঘরের আসবাবপত্রসহ লাখ টাকা মূলের একটি গরু পুড়ে ক্ষতি হয়েছে।
বাড়ির মালিক জিল্লুর রহমান বলেন, আগুন পোহাতে গিয়ে ঘরে আগুন ধরে। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সকল আসবাবপত্র, চারটি ছাগল একটি গরু পুড়ে গেছে।
এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এম মনোয়ার হোসেন বাবলু দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি উপজেলা প্রশাসককে জানিয়েছি।