সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English
বার বার রিফ্রেশ করলেই কি কম্পিউটারের স্পিড বাড়ে?
তথ্য ও প্রযুক্তি ডেস্ক / ৩৪ Time View
Update : সোমবার, ২৯ মে ২০২৩

বেশিরভাগ মানুষ মনে করেন, কম্পিউটার চালু করার পর হোম স্ক্রিনে বার বার রিফ্রেশ করলে স্পিড বাড়ে। অথবা এফফাইভ বোতাম চাপলে কম্পিউটারের গতি বাড়ে। এমনও কিছু মানুষ আছেন যারা মনে করেন, এটি সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি করে।

কিন্তু আপনি জেনের অবাক হবেন, এই রিফ্রেশ করলে আসলে কিছুই হয় না। হোম স্ক্রিনে রিফ্রেশ অপশনে ক্লিক করলে কম্পিউটারের কার্যক্ষমতা বাড়ে না।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগবে, আসলে কি উদ্দেশ্যে রিফ্রেশ করা হয়?

আসলে ডেস্কটপ অর্থাৎ হোম স্ক্রিন নিজেই একটি ফোল্ডার। এক্ষেত্রে আপনি যখন সেটি রিফ্রেশ করেন তখন এর সর্বশেষ তথ্য সহ ফোল্ডার দেখায়।

উদাহরণ হিসেবে বলতে গেলে, আপনি হোম স্ক্রিন এর একাধিক ফোল্ডারগুলোর অ্যালফাবেটিক অর্ডার-এ রিনেম করুন। এর পর সেটি পরপর না দেখালে একবার রিফ্রেশ করলেই সেগুলো পরপর দেখাবে।

একইভাবে আপনি যদি কোনও একটি ফোল্ডারে কিছু পরিবর্তন করে থাকেন, বা একটি শর্টকাট তৈরি করে থাকেন, কিন্তু সেটি না দেখায় তা হলে আপনি রিফ্রেশ করলেই হোম স্ক্রিনে সেটা দেখাবে।

তবে এখনো মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে যে কম্পিউটার হোম স্ক্রিনের রিফ্রেশ অপশন ক্লিক করলেই কম্পিউটার দ্রুত হয়। মূলত কম্পিউটারের গতি নির্ভর করে এর র‌্যাম ও প্রসেসরের উপর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category