সোমবার, ২৯ মে ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English
ইবিতে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
ইবি (কুষ্টিয়া) থেকে মুতাছিম বিল্লাহ রিয়াদ / ৩৭ Time View
Update : সোমবার, ২৯ মে ২০২৩

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্ত্বরে জাতীয় সংগীত, বাংলা নববর্ষের গান ও ঢাক ঢোল পিটিয়ে নববর্ষ উদযাপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে ”যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভিসির নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নিজেদের হাতে তৈরিকৃত রঙ-বেরঙের কুলা, চালুনি, বাশ বেতের তৈরী বড় পাখি, মুখশ ও মাছ ধরার পলোসহ বাঙালি সংস্কৃতির বিলুপ্তপ্রায় বিভিন্ন জিনিসপত্র তুলে ধরেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবন সংলগ্ন বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে মঙ্গল শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ অংশগ্রহণ করেন।

র‌্যালি পরবর্তী সভায় চারুকলা বিভাগের সভাপতি ও পহেলা বৈশাখ-১৪৩০ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ. এইচ.এম আক্তারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া।

এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা, আই.আই.ই.আর-এর পরিচালক প্রফেসর ড. মামুনুর রহমান, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category