সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English
বাঘায় আন্তর্জাতিক নার্স দিবস পালন
মোস্তাফিজুর রহমান, রাজশাহী প্রতিনিধি / ৬০৪ Time View
Update : সোমবার, ২৯ মে ২০২৩

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ”এই প্রতিপাদ্যে বিষয় নিয়ে, রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল ১১ টায় বর্ণাঢ্য র‍্যালি শেষে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডা.রাকিব হোসেনের সঞ্চালনায় এ দিবসটি পালনের আয়োজন করনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশাদুজ্জামান আসাদ, নার্সিং সুপার ভাইজার মালেকা পারভীন, নার্সিং ইনচার্জ ফাতেমা জাহান প্রমুখ। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, মিডওয়াইফারি কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলকের প্রতি গভীর শ্রদ্ধা রেখে বক্তারা বলেন, নার্সিং পেশার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে স্মরণ রেখেই ১২ই মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়ে আসছে। বক্তারা কর্মস্থলে নার্সদের কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে দেশের চিকিৎসা সেবায় নার্সদের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category