কান চলচ্চিত্র উৎসবে ব্যতিক্রমী পোশাকের জন্য বিতর্কিত হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক কাদা ছোড়াছুড়ি চলছে।
মাথায় ঘোমটা দেওয়া গাউন, চলার সময়ে মাটি ছড়িয়ে আছে পোশাক। পেছন থেকে সেই পোশাকের একাংশ ধরে রয়েছেন এক ব্যক্তি। কালো ও সোনালী রঙের সেই হুডেড গাউনে ঐশ্বরিয়া রাইয়ের ছবি ভাইরাল হতেই আর চুপ করে থাকতে পারেননি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক। টুইট করে অভিনেত্রীর ছবি শেয়ার করে বিবেক প্রশ্ন তোলেন, ‘পোশাক সামলানোর জন্যও চাকর দরকার পড়ে?’
ছবিতে নেতিবাচক মন্তব্য করায় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ওপর রেগেছেন উরফি জাভেদ। উরফির দাবি, ফ্যাশনের কিছুই বোঝেন না বিবেক, অতএব তার মন্তব্য করাও উচিত হয়নি।
বিবেক বলেন, উরফিও ঠোঁটকাটা। বিবেক অবশ্য উরফিকে নিয়ে বলেননি কিছু।
টুইটে বিবেক লেখেন, ‘ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে আমি কিছু বলছি না। আমার প্রশ্ন ‘পোশাক সামলানোর চাকরবৃত্তি’র এই অদ্ভুত ধারণাটা নিয়ে। ঐশ্বর্যা এর জন্য দায়ী নন, তিনি তো নিছক মডেল/ ফ্যাশন অ্যাম্বাসাডর।”
বিবেকের এ টুইট দেখেই পাল্টা টুইট করে উরফি লেখেন, ‘আমি জানতে চাই, কোন ফ্যাশন স্কুল থেকে আপনি ডিগ্রি নিয়ে এসেছেন? দেখে মনে হচ্ছে, ফ্যাশন সম্পর্কে আপনার অনেক জ্ঞান রয়েছে। ‘ফ্যাশন’ ছবিটির পরিচালক আপনারই হওয়া উচিত ছিল।’