সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন

  • বাংলা বাংলা English English
বিয়ের রাতে পালিয়ে গেল কনে, ১৩ দিন ধরে অনশনে বর
আন্তর্জাতিক ডেস্ক / ১৬ Time View
Update : সোমবার, ২৯ মে ২০২৩

জমকালো আয়োজনে বিয়ে করতে গিয়েছিলেন বর। কিন্তু বিয়ের আসরে গিয়ে দেখেন কনে উধাও। কনেকে ছাড়া বাড়ি ফিরবেন না— বলে গোঁ ধরে অনশনে বসে যান বর। এই ঘটনার ১৩ দিন পর কনেকে পুলিশ উদ্ধার করার পর মধুর সমাপ্তি ঘটে তাদের।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের রাজস্থান প্রদেশে। দেশটির সংবাদমাধ্যম বলছে, গত ৩ মে রাজস্থানের শিরোহি জেলায় বিয়ে ঠিক হয়েছিল এক যুগলের। কিন্তু বিয়ের রাতে পরিবারের এক আত্মীয়র সঙ্গে পালিয়ে যান কনে।

এই ঘটনা জানাজানি হওয়ার পর অস্বস্তিতে পড়ে যায় কনেপক্ষ। বরপক্ষের কাছে ক্ষমাও চায় কনের পরিবার। কিন্তু কনেকে না নিয়ে তারা বাড়ি ফিরবেন না বলে জানিয়ে দেয় বরযাত্রীরা।

কনেকে না নিয়ে বাড়ি ফিরলে তাদের ভাবমূর্তি খারাপ হবে, এই কারণেই তারা সেখানে থেকে যান। এরপর থানায় তরুণীর নামে নিখোঁজ ডায়েরি করা হয়।

পরে ওই তরুণী ও তার আত্মীয়কে উদ্ধার করে পুলিশ। ১৩ দিন পর কনে বাড়ি ফিরতেই আবার ঘটা করে বিয়ের আসর বসে। তার পরেই মধুর সমাপন ঘটে এই যুগলের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category