বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১৮ জুন) সপরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান খায়ের আবদুল্লাহ। প্রধানমন্ত্রী কার্যালয সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এসময় তার সঙ্গে স্ত্রী লুনা আবদুল্লাহ, ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাতসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বরিশালের নবনির্বাচিত মেয়রকে শুভেচ্ছা জানান।