শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৭ পূর্বাহ্ন

নাটোরে ট্রাকের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা নিহত
এবি ডেস্ক রিপোর্ট / ১৩৪ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

নাটোরে ট্রাকের ধাক্কায় রুবেল ইসলাম (৩০) নামের নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের গাজির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রুবেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা হলেও পরিবার নিয়ে রাজশাহীর বালিয়াডাঙ্গা এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম নাজিম উদ্দীন। রুবেল চট্টগ্রাম নৌবাহিনীতে কর্মরত ছিলেন।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, দুপুরে নৌবাহিনীর কর্মকর্তা রুবেল ইসলাম মোটরসাইকেলযোগে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে নাটোরের দত্তপাড়া ব্রিজ সংলগ্ন গাজির বিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।

ওসি আরও বলেন, রুবেল ইসলামের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ