সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:০৩ অপরাহ্ন

নেত্রকোণা-৪ আসনে উপনির্বাচন ২ সেপ্টেম্বর
এবি ডেস্ক রিপোর্ট / ৬৬ Time View
Update : সোমবার, ০২ অক্টোবর ২০২৩

নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচন আগামী ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সভা শেষে এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

রোববার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনের তফসিল দিয়েছে কমিশন। তফসিল অনুযায়ী- এ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষদিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই, প্রতীক বরাদ্দ ১ আগস্ট এবং ভোটগ্রহণ ২ সেপ্টেম্বর।

এ আসনের উপনির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নেত্রকোণা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ৭৬ বছর বয়সী রেবেকা মমিন দীর্ঘদিন ধরে কিডনি ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন। ১১ জুলাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সংসদ সদস্য মারা যাওয়ায় ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এ নির্বাচন হচ্ছে। সবশেষ চিত্রনায়ক ফারুক হিসেবে পরিচিত আকবর হোসেন পাঠানের মৃত্যুতে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হচ্ছে সোমবার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ