শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন

বড় স্কোর গড়া হলো না টাইগ্রেসদের
ক্রীড়া ডেস্ক / ৭১ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ব্যাট হাতে আরও একবার বড় স্কোর গড়তে ব্যর্থ হল বাংলাদেশের মেয়েরা। মিরপুরে ভারত নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ১৫২ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমেছে। ৪৪ ওভারে নেমে আসা ম্যাচেও পুরোটা সময় ব্যাটিং করতে পারেননি ফারজানা-শারমিনরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি দুই ওপেনার মুর্শিদা খাতুন এবং শারমিন আক্তার। রান তোলার জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছে দুজনকেই। শেষ পর্যন্ত শারমিন আউট হয়েছেন নিজের খেলা ১৮তম বলে। শূন্য রানেই ফিরতে হয়েছে তাকে। দলীয় স্কোর তখন ১৪। ঠিক এক ওভার পর ফিরে যান আরেক ওপেনার মুর্শিদাও।

এরপরেই ইনিংস মেরামতের কাজ শুরু করেন ফারজানা হক এবং অধিনায়ক নিগার সুলতানা। দুজনের ৪৯ রানের জুটিতে শুরুর বিপর্যয় কাটানোর স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তবে দলীয় ৬৩ রানে ফারজানাকে প্যাভিলিয়নে ফেরান আমানজত কৌর। ক্রিজে এসে ইনিংস বড় করতে পারেননি রিতু মনিও। দলীয় রান ১০০ পার হবার আগেই ফিরে যান টপ অর্ডারের চার ব্যাটার।

দলীয় ১০৩ রানে আউট হন অধিনায়ক নিগার সুলতানা। আমানজত কৌরের বলেই ফিরে যেতে হয় তাকে। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে ফাহিমার ২৯ বলে ১২ এবং সুলতানার ২০ বলে ১৬ রানের সুবাদে দেড়শ পার করে বাংলাদেশের মেয়েরা। ভারতের পক্ষে আমানজত কৌর নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছেন দেবীকা বিদ্যা। এক উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ