শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ পূর্বাহ্ন

সরকারি সম্পদের প্রতি সতর্ক থাকার নির্দেশ ডিএমপি সদস্যদের
এবি ডেস্ক রিপোর্ট / ৬৩ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আগামীকাল ১৭ জুলাই জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে ডিএমপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জুলাই) সকালে মিরপুর পিওএম পুলিশ লাইন্স মাঠে এ উপ-নির্বাচন উপলক্ষ্যে ডিউটিতে নিয়োজিত সব অফিসার ও ফোর্সদের ডিউটি পোস্টে করণীয় ও বর্জনীয়র বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

অতিরিক্ত কমিশনার নির্বাচন উপলক্ষ্যে ডিউটিতে মোতায়েন করা পুলিশ ও আনসার সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনসহ সরকারি ও ব্যক্তিগত সম্পদের প্রতি সতর্ক থাকার নির্দেশনা দেন। নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পদমর্যাদার অফিসাররাসহ ফোর্সরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ