শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৭ পূর্বাহ্ন

গরু চুরির মামলায় পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩
এবি ডেস্ক রিপোর্ট / ৬৬ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

কিশোরগঞ্জের হোসেনপুরে গরু চুরির মামলায় পৌর কাউন্সিলরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে তাদেরকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- হোসেনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ও কাইছমা গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন ফারুক (৪৭), উপজেলার মাধখলা গ্রামের শহিদ উদ্দিন ভূইয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৩) ও চরকাটিহারী গ্রামের ইমান আলীর ছেলে ওমর ফারুক (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ জুলাই) দুপুরে হোসেনপুর উপজেলার মাধখলা এলাকায় ৩ টি গরু ও ১টি বাছুর বিক্রি করার উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়ার পথে সন্দেহ হলে প্রথমে সাইফুল ইসলামকে জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে এ ঘটনায় জড়িত পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক ও ওমর ফারুকে আটক করেন।

এর আগে গত ১৯ জুলাই উপজেলার চরহাজীপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মাসুদ মিয়ার বাড়ি থেকে গরু চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৩ জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৩ টি গরু ও ১টি বাছুর উদ্ধার করা হয়।

হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু গরু চুরির ঘটনায় পৌর কাউন্সিলসহ তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

হোসেনপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুশান্ত চন্দ্র সরকার জানান, গ্রেপ্তারকৃতদের কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ