শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ পূর্বাহ্ন

অলিগলিতে ঢুকে নেতাকর্মীদের পেটানোর অভিযোগ বিএনপির
এবি ডেস্ক রিপোর্ট / ৭১ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে মহাসড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁধার মুখে পড়েন তারা। পরে মহাসড়ক ছেড়ে এলাকার গলি পথে অবস্থা নিলে সেখানেও হামলার শিকার হন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৯ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তারা সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তানজীর কবির সজুর নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ বিএনপির কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলার সময় বিএনপির নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। তবে হামলাকারীদের মাঝে পরে আহত হন বিএনপি কর্মী বাবু (৪০)।

হামলার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন গণমাধ্যমকে জানান, শান্তিপূর্ণ অবস্থানে থাকা নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এমনকি আওয়ামী সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ জনগণও রেহাই পাচ্ছেন না। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

এদিকে বিএনপির প্রিকেটিংয়ে আহত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, হামলার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ