সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন

ডেঙ্গু : জুনের তুলনায় জুলাইয়ে ৭ গুণ বেশি রোগী
এবি ডেস্ক রিপোর্ট / ৬৮ Time View
Update : সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

জুন মাসের তুলনায় জুলাই মাসে দেশে ৭ গুণেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় ডেঙ্গুর লাগাম টেনে ধরতে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।

রোববার (৩০ জুলাই) দুপুর আড়াইটায় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ আহ্বান জানান অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, জুন মাসে সারা দেশের হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৫ হাজার ৫৬ জন। জুলাই মাসে আজ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৮ হাজার ৪২৯ জন। অর্থাৎ জুলাই মাসে জুনের তুলনায় ৭ গুণেরও বেশি রোগী হাসপাতালে ভার্তি হয়েছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, এ বছর এখন পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। শতকরা বিবেচনায় পুরুষ ডেঙ্গু রোগী ৬৪ শতাংশ, আর নারী ৩৬ শতাংশ। মধ্যবয়সী যারা, বিশেষ করে ১১ থেকে ৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন।

তিনি বলেন, ঢাকার ভেতরে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার ঢাকার বাইরের তুলনায় বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক জানান, বর্তমানে রাজধানীর অনেক হাসপাতালে ডেঙ্গু রোগীর শয্যা পূর্ণ হয়ে গেছে, কিছু হাসপাতালে অল্পকিছু সিট খালি আছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ডেঙ্গু রোগীরা যাতে হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিতে পারে সে ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ