শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন

পঞ্চগড় যাচ্ছে স্পেশাল ট্রেন, চলবে সুবর্ণের অবমুক্ত কোচে
এবি ডেস্ক রিপোর্ট / ৭২ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে একজোড়া বিশেষ ট্রেন পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে আজ রাত ৮টায় ছেড়ে যাওয়ার কথা আছে।

সোমবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়ালের সই করা এক দপ্তরাদেশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের অবমুক্ত কোচ দিয়ে ঢাকা-বী.মু.সি.ই (পঞ্চগড়)-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। ট্রেনটি ৩১ জুলাই রাত ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাবে। অন্যদিকে বী.মু.সি.ই রেলওয়ে স্টেশন থেকে আগামী ৩ আগস্ট রাত ৮টায় রওনা হয়ে ঢাকা স্টেশনে ভোর ৬টা ৪০ মিনিটে পৌঁছানোর পর যাত্রা শেষ হবে।

আরও বলা হয়, বিশেষ ট্রেনটি ১৬টি বগির উপর ৮টি কোচ নিয়ে চলবে। পুরো রেকের আসন সংখ্যা হবে ৩৮০টি। ঢাকা রেলওয়ে স্টেশন প্রান্তে ‘ছ’ কোচের প্রান্তে লোকমোটিভ যুক্ত হবে।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার ঢাকা পোস্টকে বলেন, এটা সাধারণ যাত্রীদের ডিমান্ডের জন্য দেওয়া হয়েছে। অন্য কোনো বিষয় নেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ