১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এই আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোঃ জসিমউদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কে এম লোকমান হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগম।
বক্তারা বলেন” বঙ্গবন্ধু আমাদের মাঝে না থাকলেও তার যে আদর্শ ও নীতি, দেশ প্রেম, তার সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে ঘরে ঘরে মুজিব সৈনিকেরা শুধু দেশে ই না ও প্রবাসেও অবস্থান করছে। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে কাজ করছে। বক্তারা বলেন এই শোক কে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠন করতে হবে।
সেই সঙে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের বিচারের দাবী জানিয়েছেন।
এই সময় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুর রব ফকির, নজরুল ইসলাম মাঝি, মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।