শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’ বাঘা উপজেলা কমিটির মিটিং
মোস্তাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার / ১৩২ Time View
Update : শুক্রবার, ০৩ মে ২০২৪

বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’, বাঘা শাখার আয়োজনে ৫ এপ্রিল ২০২৪ (শুক্রবার) আড়ানী ইউপি চত্বরে সকাল ১০ টায় ফরম পুরন, আড়ানি ও বাঘা পৌর কমিটি প্রসঙ্গ, সংগঠনকে সামনের দিকে অগ্রসর, ভাল কাজকে গুরুত্ব দেওয়া বিষয়ক আলোচনার আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে হামিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফরজ আলী, এ সময় উপস্থিত ছিলেন উত্তম কুমার, অপূর্ব কুমার সাহা, মহিলা নেত্রী রানু আক্তারীসহ আরো অনেকে।

বক্তারা বলেন, প্রতিদিন আমরা জলাভূমি ভরাট, জ্বালানিশক্তির অপচয়, নদী ও বায়ু দূষণ করছি। এভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে নিজেদের ভবিষ্যৎ বিপন্ন করে তুলছি। এসব ক্ষেত্রে আমাদের খুব সতর্ক হতে হবে। বেশি হারে জনসংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিবেশব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীর কোনো ক্ষতি না করে মানবজাতির উন্নয়নের চেষ্টা করতে হবে। প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের জন্য সম্পদ ব্যবস্থাপনা ছাড়াও আবহাওয়ার দিকটাও গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ